বিস্তারিত সংবাদ

চট্টগ্রাম বাণিজ্য মেলায় জিএএমপিআই’র ব্যতিক্রমী স্টল
Date:2023-03-09
মাইজভাণ্ডার গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.) প্রতিষ্ঠিত গাউছুল আজম মাইজভাণ্ডারী পলিটেকনিক ইনস্টিটিউট (জিএএমপিআই) চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় চালু করেছে ব্যতিক্রমী স্টল।
বাণিজ্য মেলায় আসা শিক্ষার্থী ও অভিভাবকদেরকে কারিগরি শিক্ষা ও এর গুরুত্ব সম্পর্কে অবহিত করে তাদের কারিগরি শিক্ষার প্রতি আকৃষ্ট করতে জিএএমপিআই এ উদ্যোগ নিয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির চেয়ারম্যান ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী।
সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী বলেন, সরকার দেশের মানুষকে কারিগরি শিক্ষার প্রতি আকৃষ্ট করতে নানা উদ্যোগ নিয়েছে। তারপরও অধিকাংশ মানুষ এর গুরুত্ব অনুধাবন করতে পারেন না। সবাই সাধারণ শিক্ষার প্রতি ঝুঁকে থাকেন। কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত প্রতিটি মানুষ দেশের সম্পদ।
বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বঙ্গবন্ধু কর্নারের পাশে জিএএমপিআই’র স্টল পরিদর্শন করেন সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী।
এসময় জিএএমপিআই প্রিন্সিপাল মো. আবদুল বাতেন, মাইজভাণ্ডারী এডুকেশন ট্রাস্টের সচিব আহসানুল হক বাদল, দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের সদস্য মহিউদ্দীন এনায়েত, মেজবাউল আলম শৈবাল, আবুল মনসুর, শেখ শাকিল মাহমুদ ও সরওয়ার কামাল উপস্থিত ছিলেন।

৪র্থ আন্তর্জাতিক ই-কনফারেন্সের মতবিনিময় সভা অনুষ্ঠিত
Date:2023-03-09
দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে ও বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগ, ঢাবি এর সহযোগিতায় ৪র্থ আন্তর্জাতিক কনফারেন্স উপলক্ষে এক মতবিনিময় সভা ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ আখতারুজ্জামান মহোদয়ের সাথে উপাচার্য অফিসে ৯ মার্চ বৃহস্পতিবার সকাল ৯.৩০ মিনিটে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (DIRI) এর ম্যানেজিং ট্রাস্টি নায়েব সাজ্জাদানশীন আলহাজ্ব সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী, DIRI প্রথম দুই আন্তর্জাতিক ই-কনফারেন্সের কনভেনর ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. কে এম সাইফুল ইসলাম খান, বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম, প্রফেসর ড. ফারজিন হুদা, প্রফেসর ড. আবু সায়েম, প্রফেসর ড. আব্দুল্লাহ আল মাহমুদ, দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট এর পক্ষে মুহাম্মদ মহিউদ্দীন এনায়েত, মেজবাউল আলম শৈবাল, মুহাম্মদ আবুল মনছুর, শেখ শাকিল মাহমুদ।
উল্লেখ্য, আগামী ১০ ও ১১ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিনেট হলে উপস্থিতির মাধ্যমে এবং ২২ ও ২৩ সেপ্টেম্বর অনলাইনে উক্ত কনফারেন্স অনুষ্ঠিত হবে।

মাইজভাণ্ডারে পবিত্র শবে বরাত পালিত
Date:2023-03-08
ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালিত হয়েছে পবিত্র শবে বরাত। মাইজভাণ্ডার গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.)’র আয়োজন ও ব্যবস্থাপনায় এবং নায়েব সাজ্জাদানশীন, মোন্তাজেমে দরবার সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারীর সার্বিক তত্ত্বাবধানে মঙ্গলবার (৭ মার্চ) বাদ এশা হতে ইবাদত–বন্দেগির মধ্য দিয়ে শবে বরাত পালন করেন আগত আশেক ভক্তরা।
পবিত্র শবে বরাত উপলক্ষে মাইজভাণ্ডার দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত গাউছুল আজম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.) এঁর রওজা শরীফে আলোকসজ্জা করা হয়।
মিলাদের পর দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.)।
পরে নায়েব সাজ্জাদানশীন, মোন্তাজেমে দরবার সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারীর ছদারতে হজরত মওলানা শাহসুফি সৈয়দ গোলাম রহমান মাইজভাণ্ডারী (ক.), হজরত মওলানা শাহসুফি সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারী (ক.), হজরত মওলানা শাহসুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) এঁর রওজা শরীফ জিয়ারত করা হয়।

কারিগরি শিক্ষার্থীদের চাকরির সুযোগ দিচ্ছে মাইজভাণ্ডারী এগ্রো ফার্ম
Date:2023-03-08
কারিগরি শিক্ষার্থীদের মধ্য থেকে দক্ষ কর্মী সংগ্রহের জন্য আয়োজিত জব ফেয়ারে অংশগ্রহণ করেছে মাইজভাণ্ডারী এগ্রো ফার্ম। এগ্রো সেক্টরের কর্মক্ষেত্রে যোগদানে আগ্রহীরা জীবনবৃত্তান্ত জমা দিয়েছে।
চট্টগ্রামের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল স্কুল ও কলেজ এবং অন্যান্য কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে পাশ করা শিক্ষার্থীদের জন্য এই জব ফেয়ারের আয়োজন করে কারিগরি শিক্ষা অধিদপ্তর।
হালিশহরে চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত এই জব ফেয়ারে সহযোগিতা করেছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও) ও ইউরোপীয় ইউনিয়ন।
মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে জব ফেয়ার পরিদর্শন করেন মাইজভাণ্ডারী এগ্রো ফার্মের প্রোপ্রাইটর ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিআইআরআই)’র ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী।
মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে জব ফেয়ার পরিদর্শন করেন মাইজভাণ্ডারী এগ্রো ফার্মের প্রোপ্রাইটর ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিআইআরআই)’র ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী। এ সময় আওলাদে গাউছুল আজম শাহজাদা সৈয়দ মুহাম্মদ এরহাম হোসাইন, গাউছুল আজম মাইজভাণ্ডারী পলিটেকনিক ইনস্টিটিউটের (জিএএমপিআই) অধ্যক্ষ মো. আবদুল বাতেন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)’র প্রচার ও প্রকাশনা সম্পাদক সরওয়ার কামালসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী বলেন, জব ফেয়ারে কারিগরি শিক্ষার্থীদের কাছ থেকে সাড়া পাচ্ছি। অনেকে আমাদের প্রতিষ্ঠানে চাকরির জন্য তাদের জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। এসব জীবনবৃত্তান্ত যাচাই বাছাই শেষে তাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে।
কারিগরি শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার আয়োজন করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, কারিগরি শিক্ষার মাধ্যমে দেশে দক্ষ জনগোষ্ঠী তৈরি হয়। কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত শিক্ষার্থীদের সুযোগ করে দিলে তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে।

মাইজভাণ্ডার আহমদিয়া এমদাদীয়া মাদ্রাসার বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
Date:2023-03-03
মাইজভাণ্ডার গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.)’র পৃষ্ঠপোষকতায় মাইজভাণ্ডার আহমদিয়া এমদাদীয়া মাদ্রাসার বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শুক্রবার (৩ মার্চ) সকালে ফটিকছড়ি গামরীতলা এলাকায় মাদ্রাসার নিজস্ব জায়গায় ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের নায়েব সাজ্জাদানশীন, মোন্তাজেমে দরবার এবং দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিআইআরআই)’র ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী।
এসময় আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) কেন্দ্রীয় কার্যকরী সংসদ, চট্টগ্রাম জেলা, মহানগর, ফটিকছড়ি উপজেলা ও বিভিন্ন শাখার কর্মকর্তা এবং এলাকার জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এসময় সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী বলেন, সাজ্জাদানশীন হযরত মওলানা শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.)’র পৃষ্ঠপোষকতায় আধুনিক দ্বীনি শিক্ষার প্রসারে জন্য আমরা কাজ করছি। মাদ্রাসার শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষার পাশাপাশি বিজ্ঞানমনস্ক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছি আমরা।
২০১০ সালে মাইজভাণ্ডার আহমদিয়া এমদাদীয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেন মাইজভাণ্ডার গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.)।