বিস্তারিত সংবাদ

আরব আমিরাতে বৃক্ষরোপন কর্মসূচি
Date:2023-03-22
মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে। সম্প্রতি উম আল কুইন শহরে রিলাইয়েবল উড ইন্ডাস্ট্রিজের আয়োজনে ও আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ্ এমদাদীয়া) ইউএই কেন্দ্রীয় কমিটির সহযোগিতায় পালিত হয় বৃক্ষরোপন কর্মসূচি।
বৃক্ষরোপন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিআইআরআই)’র ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী। এতে বিশেষ অতিথি ছিলেন রিলাইয়েবল উড ইন্ডাস্ট্রিজের আমায় ওয়াং, মি. সান এবং মি. ওয়াসন।
অনুষ্ঠানে সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে পুরো বিশ্ব নানা প্রাকৃতিক সমস্যার সম্মুখীন হচ্ছে। পুরো পৃথিবীতে বৃক্ষ নিধন হচ্ছে নির্বিচারে। বৃক্ষরোপনের মাধ্যমে এর থেকে কিছুটা হলেও পরিত্রান পাওয়া যাবে। আমাদের সকলকে সচেতন হয়ে এ বিষয়ে কাজ করতে হবে।

শাহ এমদাদীয়া চট্টগ্রাম জেলার মাসিক সভা অনুষ্ঠিত
Date:2023-03-18
হযরত গাউছুল আজম মাইজভাণ্ডারীর তরিকা ও আদর্শবাহী সংগঠন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) সন্ধ্যায় খুলশীস্থ মাইজভাণ্ডারী খানকা শরীফে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের সভাপতি হুমায়ুন কবির চৌধুরী।
চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের সাধারণ সম্পাদক শেখ শাকিল মাহমুদের পরিচালনায় সভায় বক্তব্য দেন কোষাধ্যক্ষ এ.এম. কামাল উদ্দীন, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর আলম চৌধুরী, জনসংযোগ ও প্রচার সম্পাদক মুহাম্মদ নুরুল কবির, দপ্তর সম্পাদক মুহাম্মদ আবদুল করিম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ খায়রুল ইসলাম সুজন।
সভায় সংগঠনের গতিশীলতা আনয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

মাইজভাণ্ডারে ‘লোকায়ত বঙ্গবন্ধু’ গ্রন্থের প্রকাশনা উৎসব
Date:2023-03-14
ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফে অনুষ্ঠিত হয়েছে বিশিষ্ট গবেষক ড. আমিনুর রহমান সুলতান কর্তৃক রচিত ‘লোকায়ত বঙ্গবন্ধু’ গ্রন্থের প্রকাশনা উৎসব।
মাইজভাণ্ডারী প্রকাশনী ও প্রেমের তরী সুফি সংগীতালয়ের আয়োজনে মাইজভাণ্ডার দরবার শরীফে সম্প্রতি অনুষ্ঠিত প্রকাশনা উৎসবে প্রধান অতিথি ছিলেন মাইজভাণ্ডার গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহছুফী সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.) এবং প্রধান আলোচক ছিলেন দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিআইআরআই)’র ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী।
প্রকাশনা উৎসবে বিশেষ অতিথি ছিলেন খান এগ্রো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দুল হক খান, খাতুনগঞ্জ ইশফার হাবিব ট্রেডিংয়ের সত্ত্বাধিকারী মোহাম্মদ হাবিব উল্লাহ, শাহজাদা সৈয়দ মুহাম্মদ এরহাম হোসাইন, নবান্ন প্রকাশনীর নির্বাহী পরিচালক নূর নাহিয়ান, ব্যবসায়ী জহির উদ্দিন মো. বাবর, ডিআইআরআই’র সদস্য মেজবাউল আলম শৈবাল ও শেখ শাকিল মাহমুদ।
‘লোকায়ত বঙ্গবন্ধু’ গ্রন্থের লেখক ড. আমিনুর রহমান সুলতান বাংলা একাডেমির ফোকলোর, জাদুঘর ও মহাফেজখানা বিভাগের পরিচালক।

‘সুফিজমের মূল লক্ষ্য মানুষের অন্তর্জ্ঞান জাগিয়ে স্রষ্টার সান্নিধ্য অর্জন’
Date:2023-03-13
দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিআইআরআই)’র ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী বলেছেন, সুফিজমের মূল লক্ষ্যই হলো মানুষের অন্তর্জ্ঞান জাগিয়ে স্রষ্টার সান্নিধ্য অর্জন করা। সুফিজমের চর্চা মানবসত্ত্বাকে বিশুদ্ধ ও পবিত্র করে। সুফিজমের চর্চা মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করে এবং ধর্মের গভীরতা বুঝতে সহায়তা করে যার কারণে সুফিজম চর্চাকারীরা ধর্মান্ধ হয় না।
রোববার (১২ মার্চ) দিবাগত রাতে সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ অ্যাসোসিয়েশন শারজাহ (বঙ্গবন্ধু হল)-এ আয়োজিত দারুল ইরফান তাসাউফ সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিআইআরআই)’র উদ্যোগে ও আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ্ এমদাদীয়া) ইউএই কেন্দ্রীয় কমিটির সহযোগিতায় আয়োজন করা হয় এই দারুল ইরফান তাসাউফ সংলাপ।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মিশর আল আযহার বিশ^বিদ্যালয়ের ইসলামিক দাওয়াহ ফ্যাকাল্টির সাবেক ডিন প্রফেসর ড. জামাল ফারুক জিব্রিল মাহমুদ আলদাকাক এবং বিশেষ অতিথি ছিলেন আবুধাবী রেপ্টন স্কুলের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান উস্তাদ সিমসারুলহক হুদাউয়ি।
সুফিজম নিয়ে গবেষণার লক্ষ্যে মাইজভাণ্ডার গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহছুফী সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.) ২০১৯ সালে দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিআইআরআই) প্রতিষ্ঠা করেন।
ডিআইআরআই ইতোমধ্যে তিনটি আন্তর্জাতিক কনফারেন্স, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গাউছুল আজম মাইজভাণ্ডারী সৈয়দ আহমদ উল্লাহ (ক.) স্মারক বক্তৃতা, আলোকচিত্রের মাধ্যমে সুফিজমকে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে আন্তর্জাতিক ছবি প্রতিযোগিতা এবং চট্টগ্রাম, খুলনা ও সিলেটে প্রদর্শনীর আয়োজন করেছে।

দক্ষ চালক তৈরির লক্ষ্যে চালু হলো শাহ এমদাদীয়া ড্রাইভিং স্কুল
Date:2023-03-11
দেশে দক্ষ ও প্রশিক্ষিত চালক তৈরির লক্ষ্যে শাহ এমদাদীয়া স্বনির্ভরতা ট্রাস্ট্রের পরিচালনায় যাত্রা শুরু করেছে শাহ এমদাদীয়া অটোমোবাইল ড্রাইভিং ট্রেনিং স্কুল। শনিবার (১১ মার্চ) সকালে ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফে শাহ এমদাদীয়া অটোমোবাইল ড্রাইভিং ট্রেনিং স্কুলের কার্যক্রম উদ্বোধন করেন শাহ এমদাদীয়া স্বনির্ভরতা ট্রাস্ট্রের চেয়ারম্যান ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিআইআরআই)’র ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী।
সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী বলেন, শাহ এমদাদীয়া স্বনির্ভরতা ট্রাস্ট্রের পৃষ্ঠপোষক সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.) কর্তৃক গৃহীত মানবকল্যাণমূলক নানা কর্মসূচির মধ্যে ড্রাইভিং স্কুল চালু একটি। ড্রাইভিং স্কুলের মাধ্যমে আমরা দেশে আত্মনির্ভরশীল, দক্ষ ও প্রশিক্ষিত চালক তৈরি করতে চাই।
এসময় উপস্থিত ছিলেন শাহ এমদাদীয়া স্বনির্ভরতা ট্রাস্ট্রের সদস্য মেজবাউল আলম শৈবাল ও শেখ শাকিল মাহমুদ, শাহ্ এমদাদীয়া অটোমোবাইল ড্রাইভিং ট্রেনিং স্কুলের পরিচালক সামসুদ্দীন চৌধুরী, মোটর ড্রাইভিং ইন্সট্রাক্টর জারশেদ খান, চট্টগ্রাম বিভাগীয় মোটর ড্রাইভিং ইন্সট্রাক্টর এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, নুর উদ্দিন চৌধুরী, আব্দুল হাদী দুলাল প্রমুখ।